Current Affairs 30th April 2018
♦ সার্বিয়া বেলগ্রেড এ বেলগ্রেড আন্তর্জাতিক বক্সিং চ্যাম্পিয়নশিপ ৫৬তম সংস্করণ অনুষ্ঠিত হয় |
♦ ভারতীয় ফুটবল ফেডারেশনের এবং কেরল রাজ্য ফুটবল সংস্থার প্রাক্তন সভাপতি পিপি লক্ষ্মণন ৮৩ বছর বয়সে প্রয়াত হলেন।
লা লিগা চ্যাম্পিয়ন হল বার্সেলোনা |
♦ সিরিয়ায় ইজরায়েলের ছোঁড়া ক্ষেপণাস্ত্রে ২৬ জন সেনার মৃত্যু হয়েছে বলে দাবি করল বাসর আল আসাদ প্রশাসন ।
♦ কাবুলে জোড়া বিস্ফোরণে ১০ জন সাংবাদিকসহ ২৯ জনের মৃত্যু হল ।
♦ মহারাষ্ট্র সরকার শিক্ষা ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদার করতে ব্রিটিশ কাউন্সিলের সাথে একটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর করেছে
সিকিমের মুখ্যমন্ত্রী ‘পবন চামলিং(Pawan Chamling)’ সবথেকে বেশিদিন মুখ্যমন্ত্রী পদে থাকার নতুন রেকর্ড গড়লেন ।
Current Affairs 29th April 2018
♦ হরিয়ানা সরকার দ্বারা দুটি স্বাস্থ্য সম্পর্কিত প্রোগ্রামের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন আন্তর্জাতিক শ্যুটার গৌরি শিওরান(Gauri Sheoran) |
♦ পূর্ব নেপালের টুমলিংটার অঞ্চলে ভারতের উদ্যোগে নির্মিত ৯০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি জলবিদ্যুৎ প্রকল্পের দপ্তরে বোমা বিস্ফোরণ হল |
♦ একটি প্লাস্টিক মুক্ত ভারতের উদ্যোগে, দেশের ‘সুরক্ষিত এলাকা’ গুলিকে ‘প্লাস্টিক মুক্ত এলাকা’ হিসাবে ঘোষণা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে ।
♦ স্বাধীনতার পর এই প্রথম ভারত ও পাকিস্তান যৌথ সেনা মহড়ায় অংশ নিতে চলেছে ।
Current Affairs 28th April 2018
♦ কেন্দ্রীয় সরকারের ঐতিহাসিক সৌধ দত্তক প্রকল্পে আগামী ৫ বছর ধরে লালকেল্লার “দেখভালের জন্য” ডালমিয়া ভারত গোষ্ঠীর সঙ্গে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের চুক্তি হয়েছে |
♦ ইন্ডিয়াগো’র(IndiGo) প্রধান আদিত্য ঘোষ(Aditya Ghosh) ৩১ জুলাই ২০১৮ তে কোম্পানির পদ ছেড়ে দেবেন বলে জানা যায় |
♦ প্রয়াত ক্রিকেটার পঙ্কজ রায়কে মরণোত্তর সি কে নাইডু জীবনকৃতি সম্মান জানানোর জন্য BCCI সিদ্ধান্ত ঘোষণা করল ।
♦ ডিফেন্স আসিকুইজিশন কাউন্সিল(DAC) ৩,৬৮৭ কোটি টাকার রাজস্ব অধিগ্রহণ প্রস্তাব অনুমোদন করেছে ।
♦ চিনের উহানে রাষ্ট্রপতি জি জিনপিংয়ের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পুনরায় নিরাপত্তা ও পারস্পরিক বাণিজ্য সম্পর্কিত বৈঠক হল ।
Current Affairs 27th April 2018
♦ ভারতের সর্বস্তরের বৌদ্ধ ধর্মাবলম্বীদের ভাসাক উৎসব উপলক্ষ্যে শ্রীলঙ্কায় পাঠাতে সম্মত হলো |
♦ ২০১৭ সালের ১ জুলাই থেকে ২০১৮ সালের ৩১ মার্চ পর্যন্ত দেশে জিএসটি বাবদ ৭.৪১ লক্ষ কোটি টাকা কর আদায় হয়েছে। কেন্দ্রীয় অর্থ মন্ত্রক এদিন এই তথ্য জানাল |
♦ এশিয়া ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠলেন ভারতের সাইনা নেহাওয়াল এবং এইচ এস প্রণয়।
♦ ব্রিটেনের যুবরাজ উইলিয়াম ও তাঁর স্ত্রী কেটের সদ্যোজাত সন্তানের নাম দেওয়া হল লুইস আর্থার চার্লস।
♦ ২০১৭ সালের সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম হলেন তেলেঙ্গানার ডুরিশেট্টি অনুদীপ। দ্বিতীয় হলেন দিল্লির অনু কুমারী। মোট ৯৯০ জন সফল হয়েছেন।
Current Affairs 26th April 2018
♦ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিন দিনের চীন সফরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন |
♦ বিদেশিরা এখন নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুরে কোনোরকম অনুমতি ছাড়াই ঘুরে বেড়াতে পারবেন |
♦ তুরস্কে সরকার বিরোধী সংবাদ প্রকাশের দায়ে ১৪ জন সাংবাদিককে কারাদণ্ড দিল সেখানকার আদালত। রাষ্ট্রপতি এরদোগানের মুখপাত্র বলেছেন, এঁরা জঙ্গি সংগঠনের হয়ে কাজ করছিলেন।
♦ চিনের উহানে আয়োজিত এশিয়া ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় কোয়ার্টার ফাইনালে উঠলেন ভারতের সাইনা নেহাওয়াল, পিভি সিন্ধু, কিদম্বি শ্রীকান্ত এবং এইচ এস প্রণয়।
♦ কলকাতা থেকে তেজপুর জুম এয়ারের উড়ান পরিষেবার উদ্বোধন হল। দেশের বিভিন্ন অংশে বড় থেকে ছোট শহরে আঞ্চলিক উড়ানের প্রকল্প আগেই শুরু হয়েছিল। পূর্ব ভারত থেকে এদিনই প্রথম এই উড়ান শুরু হল। প্রথম ৩ বছর এই সব উড়ানে কেন্দ্র ও রাজ্য সরকারগুলি ভর্তুকি দেবে।
Current Affairs 25th April 2018
♦ ইরান সরকার ব্যাঙ্কগুলিতে ক্রিপ্টো কারেন্সী লেনদেনের উপর নিষেধাজ্ঞা জারি করলো |
♦ বিশ্বের বৃহত্তম মশার খোঁজ পাওয়া গেল চিনের সিচুয়ান প্রদেশে। এই প্রজাতির নাম হলোরুসিয়া মিকাডো।
♦ এএফসি কাপের ম্যাচে মালদ্বীপের নিউ রেডিয়েন্ট দলের কাছে ০-২ গোলে হেরে গেল বেঙ্গালুরু এফসি। ঢাকা আবাহনীর সঙ্গে ম্যাচ ড্র করল আইজল এফসি।
♦ টেলিফোন টাওয়ার পরিষেবায় হাত মেলানোর সিদ্ধান্ত নিল ভারতী ইনফ্রাটেল ও ইন্দাস টাওয়ার। হাত মেলানোর পর তারা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম টাওয়ার সংস্থায় পরিণত হবে।
♦ রেলে কমপ্যাশনেট গ্রাউন্ডে চাকরির জন্য নূন্যতম শিক্ষাগত যোগ্যতার শর্ত রাখা হবে না বলে সিদ্ধান্ত জানানো হল।
Current Affairs 24th April 2018
♦ ভারত ৮ তম দক্ষিণ এশিয়ান জুডো চ্যাম্পিয়নশিপ জিতে নিলো |
♦ নতুন দিল্লিতে ২৯ তম পথ নিরাপত্তা সপ্তাহ উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করি |
♦ আইএসএসএফ বিশ্বকাপ শ্যুটিংয়ে ভারতের হয়ে প্রথম পদক জিতলেন শাহজার রিজভি। রুপো জিতলেন তিনি।
♦ ২০১৮ সালের দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপকদের সম্পূর্ণ তালিকা
1. Best actor (male) Shahid Kapoor
2. Best actor people’s choice award Ranveer Singh
3. Entertainer of the year Kartik Aryan
4. Best actress (critics) Aditi Rao Hydari
5. Lifetime achievement award Simi Garewal
6. Pride of Indian cinema Sanjay Dutt
7. Path-breaking producer of the year Anushka Sharma and Karnesh Sharma
8. Best director Ashwiny Iyer Tiwari
9. Outstanding performance male Raj Kumar Rao, Rana Daggubati
10. Outstanding performance female Tamannahh Bhatia, Kriti Sanon
11. Promising face of the year Aahana Kumra
12. Best actor (male) Marathi Vaibhav Tatwawaadi
13. Best actor (female) Marathi Pooja Sawant
14. Best fashion designer of the year Sanjukta Dutta
15. Socially conscious performance of the year Rani Mukherjee
16. Best comic role Tusshar Kapoor
17. Entertaining performance in reality show Bigg Boss Hina Khan
18. Best actress drama award Jennifer Winget
19. Best actor (male) Television Karan Patel
20. Best reality show judge Shilpa Shetty
21. Best talk show host Karan Johar
22. Best lyricist Manoj Muntashir
23. Best performance in a short film Divya Khosla Kumar
24. Iconic contribution towards music Hans Raj Hans
25. Comic performer of the year Sumona Chakraborty
26. Versatile singer Rani Hazarika
27. Social and business entrepreneur of the year Jaya Misra
Current Affairs 23th April 2018
♦ মেঘালয় থেকে পুরোপুরি এবং অরুণাচলের কিছু এলাকা থেকে প্রত্যাহৃত হল আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট (আফস্পা)। তবে অসম, নাগাল্যান্ড, মণিপুরে বহাল থাকছে এই বিতর্কিত আইন।
♦ উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু দেশের প্রধান বিচারপতি দীপক মিশ্রকে ইমপিচমেন্টের জন্য বিরোধী সংসদদের একাংশের করা প্রস্তাব খারিজ করে দিলেন।
♦ ব্রাসেলসে ২০১৬ সালের ১৫ মার্চ পুলিশের ওপর গুলি চালানোর মামলায় সালেহ আবদেসলামকে ২০ বছরের কারাদণ্ড দিল বেলজিয়ামের আদালত।
♦ ব্রাজিল মহিলাদের কোপা আমেরিকা খেতাব জিতল । আটবারের মধ্যে তারাই ৭ বার এই খেতাব জিতল।
♦ শেয়ার বাজারে দরের ভিত্তিতে এদিনই ১০ কোটি ডলারের মাইল ফলক (মার্কেট ক্যাপিটালাইজেশন-এর মূল্য) স্পর্শ করল টিসিএস। প্রথম ভারতীয় তথ্যপ্রযুক্তি সংস্থা হিসাবে তারা এই নজির গড়ল। এর আগে ২০০৭ সালে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ প্রথম ভারতীয় সংস্থা হিসাবে ওই মাইলফলক স্পর্শ করেছিল।
Current Affairs 22th April 2018
♦ সীতারাম ইয়েচুরি সিপিআই(এম)-এর সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হলেন ।
♦ বিশ্ব বসুন্ধরা দিবস ২২ শে এপ্রিল উদযাপন করা হলো যা কেবল সংরক্ষণের প্রয়োজনে সচেতনতা বিস্তারের জন্য নয় বরং পরিবেশ রক্ষায়ও পদক্ষেপ নেবে |
♦ টাইম ম্যাগাজিনের 100 জন প্রভাবশালী ব্যাক্তির তালিকায় স্থান পেলেন দীপিকা পাড়ুকোন, বিরাট কোহলি |
♦ অবশেষে সিরিয়ার দুমা থেকে নমুনা সংগ্রহ করলেন রাষ্ট্রসঙ্ঘের ‘দ্য অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অব কেমিক্যাল ওয়েপনস’-এর সদস্যরা। দুসপ্তাহ আগে সিরিয়া সরকারের বিরুদ্ধে সেখানে রাসায়নিক অস্ত্র হামলা চালানোর অভিযোগ উঠেছে ।
♦ ২০১৮-১৯ শিক্ষাবর্ষে নবম-দ্বাদশ শ্রেণিতে প্রতিদিন একটি করে খেলার পিরিয়ড রাখার সিদ্ধান্ত জানালেন সিবিএসই কর্তৃপক্ষ।
Current Affairs 21th April 2018
♦ প্রাক্তন বিদেশমন্ত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী যশবন্ত সিন্হা বিজেপি পার্টি থেকে পদত্যাগ করার পাশাপাশি রাজনীতি থেকেও অবসরের সিদ্ধান্ত জানালেন ।
♦ ১২ বছর বা তার কম বয়সী নাবালিকাদের ধর্ষণের দোষীর শাস্তি মৃত্যুদণ্ড। কেন্দ্রীয় মন্ত্রিসভা এই মর্মে বিল পাস করলো ।
♦ ইপিএল-এ সর্বোচ্চ সংখ্যক গোলের (৩১ গোল, ৩৮ ম্যাচে) রেকর্ড গড়লেন লিভারপুলের ফুটবলার মহম্মদ সালাহ। তিনি স্পর্শ করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (২০০৭-০৮) এবং লুই সুয়ারেজের (২০১৩-১৪) রেকর্ড।
♦ যে ঋণখেলাপিরা দেশ ছেড়ে পালিয়েছে তাদের সম্পত্তি বিক্রি করে ঋণ পরিষোধের জন্য ফিউজিটিভ ইকোনমিক অফেন্ডার্স অর্ডিন্যান্স ২০১৮ অনুমোদন করল কেন্দ্রীয় মন্ত্রিসভা।
♦ ব্রিটিশ সংবাদমাধ্যম দাবি করল সিরিয়ার রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ উঠেছে তার উপকরণ আইসোপ্রোপানল বেলজিয়ামের ৩টি সংস্থা সিরিয়া সরকারের হাতে তুলে দিয়েছে বলে ।
Current Affairs 20th April 2018
♦ ফুটবলের চলতি মরসুমের পর আর্সেনালের কোচ পদে আর ফাকছেন না আর্সেন ওয়েঙ্গার |
♦ 35 বছর পর সৌদি আরবে পুনরায় সিনেমা প্রদর্শিত হচ্ছে |
♦ নারোদা পাটিয়া গণহত্যার মামলায় গুজরাটের প্রাক্তন মন্ত্রী মায়া কোদনানিকে বেকসুর খালাস ঘোষণা করল গুজরাট হাইকোর্ট |
♦ জুরির চেয়ারম্যান জনাব রমেশ সিপ্পির সর্বাধিক পঠিত চলচ্চিত্র বন্ধুত্বপূর্ণ রাজ্য পুরস্কারের জন্য ঘোষণা করা হয়েছে |
Current Affairs 19th April 2018
♦ ডিব্রুগড়ের চাবুয়া বিমানঘাঁটি পরিদর্শন করলেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন |
♦ কুখ্যাত জঙ্গি হানা ৯/১১-এর মূল ষড়যন্ত্রকারী মহম্মদ হায়দার জাম্মারকে সিরিয়া থেকে আটক করা হয়েছে বলে দাবি জানাল কুর্দিশ বিদ্রোহীরা |
♦ রাশিয়ার আসন্ন ফুটবল বিশ্বকাপে প্রতি ম্যাচের সিদ্ধান্ত পর্যালোচনার জন্য ৪ জন করে ‘ভিডিয়ো অ্যাসিস্ট্যান্ট রেফারি’ রাখার সিদ্ধান্ত জানাল ফিফা |
♦ দেশের সমস্ত রাজ্যে ব্যক্তিগত গাড়ির কর ও ভাড়া গাড়ির বার্ষিক মাসুল অভিন্ন করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পেশ করল কেন্দ্রের পরিবহণ বিষয়ক কমিটি |
Current Affairs 18th April 2018
♦ সিরিয়ার দুমা শহর থেকে কাজ অসমাপ্ত রেখে পালিয়ে আসতে হয়েছে বলে দাবি করলেন রাষ্ট্রসঙ্ঘের পর্যবেক্ষকরা |
♦ ২০১৮ সালের সাফ কাপ ফুটবল অনুষ্ঠিত হবে ঢাকায় |
♦ কাউন্টিতে সাসেক্সের হয়ে খেলছেন ইশান্ত শর্মা |
Current Affairs 17th April 2018
♦ সিরিয়ার দুমা শহরে রাসায়নিক অস্ত্র প্রয়োগ হয়েছিল কিনা, তার সরেজমিন তদন্ত শুরু করলেন ‘অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অব কেমিক্যাল ওয়েপনস’-এর সদস্যরা |
♦ সুপার কাপের ফাইনালে উঠল বেঙ্গালুরু এফসি |
♦ ফিকি-র সেক্রেটারি জেনারেল নিযুক্ত হলেন দিলীপ সেনয় |
Current Affairs 16th April 2018
♦ মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কারাগারে দুদল বন্দির মধ্যে সংঘর্ষে মৃত্যু হল ৭ জন বন্দির |
♦ লন্ডনে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল গত ৫ বছরে কমনওয়েলথভুক্ত দেশগুলিতে সাংবাদিকদের ওপর হামলা সংক্রান্ত রিপোর্ট |
♦ ফরাসি লিগ চ্যাম্পিয়ন হল প্যারিস সঁ জা |
♦ কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রক জানালেন বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশন তৈরির জন্য আলাদা কোনো লাইসেন্স লাগবে না |
Current Affairs 15th April 2018
♦ সিরিয়া যদি বিদ্রোহী দমনে রাসায়নিক অস্ত্র ব্যবহার করে তাহলে পুনরায় সামরিক অভিযান চলবে বলে সিরিয়ার রাষ্ট্রপতি বাসর আল আসাদকে হুঁশিয়ারি দিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প |
♦ গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসের একাদশ তথা সমাপ্তি দিবসে ভারত জিতল আরও একটি সোনা |
♦ ইংল্যান্ডে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হল ম্যাঞ্চেস্টার সিটি |
Current Affairs 14th April 2018
♦ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন দিল্লিতে ড. আম্বেদকর জাতীয় স্মৃতিসৌধ উদ্বোধন করলেন |
♦ ১৫ বছর বয়সী শ্যুটার ‘Anish Bhanwala’ ভারতের তরুণতম CWG স্বর্ণপদক জয়ী |
Current Affairs 13th April 2018
♦ আসামের মুখ্যমন্ত্রী ‘Sarbananda Sonowal’ APART প্রকল্পে কৃষকদের অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন |
♦ দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল (IGI) বিমানবন্দর এখন বিশ্বের শীর্ষ ২0 টি বিমানবন্দরের মধ্যে একটি অন্যতম বিমানবন্দর |
♦ কমনওয়েলথ গেমস 2018 এ ভারতের প্রথম কুস্তিতে স্বর্ণপদক জিতলেন “Rahul Aware” |
♦ সিনিয়র IPS অফিসার রাজেশ রঞ্জনকে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর (CISF) মহাপরিচালক নিযুক্ত করা হয়েছে |
Current Affairs 12th April 2018
♦ বালাম ভার্গভকে আইসিএমআর’র নতুন ডিজি হিসেবে নিয়োগ করা হলো |
♦ জম্মু ও কাশ্মীর ব্যাঙ্ক শিল্প ও বাণিজ্য ইউনিটগুলির জন্য বিশেষ অর্থায়ন প্রকল্প চালু করলো |
Current Affairs 11th April 2018
♦ Rishad Premji উইপো লিমিটেডের বোর্ড সদস্য, 2018-19 সালের জন্য ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেস কোম্পানিস (নাসকম) -এর চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন |
♦ ইউ পি এস সি সদস্য হিসাবে M Sathiyavathy কে নিযুক্ত করা হলো |
♦ অস্ত্র ও সামরিক শক্তির একটি দ্বিবার্ষিক প্রদর্শনীর 10 ম সংস্করণ – DefExpo India- 2018 তামিলনাড়ুর কাঁচীপুরাম এ শুরু হলো |
Current Affairs 10th April 2018
♦ FSSAI যুবকদের মধ্যে ভিটামিন ডি এর অভাব পূরণের জন্য ধুপ প্রকল্প চালু করলো |
♦ সরকারি সিকিউরিটিজ এফপিআই বিনিয়োগ সীমা বৃদ্ধি পেলো |
♦ আটটি থিয়েটার অলিম্পিক মুম্বাইতে শেষ হলো |
Current Affairs 9th April 2018
♦ ভারত এর ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ সর্বোচ্চ উচ্চতা স্পর্শ করলো |
♦ ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আগরতলাতে Pradhanmantri Kaushal Vikas Yojna (PMKVY) -এর রাজ্যস্তরীয় শাখা চালু করলেন |
♦ নারী ও শিশু উন্নয়ন মন্ত্রণালয় নারী দিবসে নারীর ক্ষমতায়ন নিয়ে বিচারপতি গীতা মিত্তালকে সম্মান প্রদান করতে চলেছে |
♦ ওডেলোরহাবদিন: অ্যান্টিবায়োটিকের নতুন শ্রেণির উদ্ভাবন হলো যা ওষুধের প্রতিরোধ ক্ষমতার বিরুদ্ধে লড়াই করবে |
Current Affairs 8th April 2018
♦ শীর্ষস্থানীয় পাকিস্তানী নিউজ চ্যানেল জিও টিভি বাহিনীকে সমালোচনা করার জন্য বন্ধ-বায়ু চালাতে বাধ্য হয় |
♦ ২০১৫ থেকে প্রায় ১.২ মিলিয়ন সন্ত্রাসীদের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে |
♦ ডেভিস কাপের সবচেয়ে সফল প্লেয়ার হলেন ‘Leander Paes’ |
♦ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক(RBI) ভারতে সমস্ত পেমেন্ট সিস্টেম অপারেটরকে অনুরোধ করে আগামী ৬মাসের সমস্ত তথ্য দেশের মধ্যে সংরক্ষণের জন্য |
Current Affairs 7th April 2018
♦ (Subrata Bhattacharjee)সুব্রত ভট্টাচার্যকে Serbia প্রজাতন্ত্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়েছে |
♦ ভারত নতুন দিল্লিতে মন্ত্রী পর্যায়ের ১৬তম আন্তর্জাতিক শক্তি ফোরাম(IEF) সভার আয়োজন করছে |
♦ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সংবাদ সংস্থা, বিনোদন সাইট এবং মিডিয়া সংগ্রাহকদের জন্য একটি অনলাইন পোর্টাল নিয়ন্ত্রণ কমিটি প্রতিষ্ঠিত করেছে |
♦ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক তার পূর্বাভাস, নজরদারি এবং প্রাথমিক সতর্কতা সনাক্তকরণ ক্ষমতা উন্নত করতে ডেটা বিজ্ঞান ল্যাব স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে যা নীতি প্রণয়নে সহায়তা করবে |
♦ বিশ্ব ব্যাপী অনুষ্ঠিত হল “বিশ্ব স্বাস্থ্য দিবস” |
Current Affairs 6th April 2018
♦ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ‘REPO’ হার ৬শতাংশে অপরিবর্তিত রাখবে |
♦ ট্যাক্সি এগ্রিগেটর Ola ট্রিপ বীমা অফার করবে, যা নিজ-শহরে ভ্রমণের জন্য ১টাকা প্রদান করে পরিষেবাটি উপভোগ করা যাবে |
♦ প্রাইভেট ঋণদাতা ICICI ব্যাঙ্ক লিমিটেড ‘সামাজিক বেতন’ নামে একটি নতুন সেবা চালু করে যা অনাবাসী ভারতীয়রা(NRI) WhatsApp এবং ই-মেইল সহ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে ভারতে টাকা পাঠাতে সক্ষম হবে |
Current Affairs 5th April 2018
♦ HRD মন্ত্রী ‘Prakash Javadekar’ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ‘NIRF India Rankings 2018’ প্রকাশ করেছেন |
♦ ভারতীয় সেনা এবং HDFC ব্যাঙ্কের ডিফেন্সদের বেতন প্যাকেজর একটি সম্মতি চুক্তি(MOU) স্বাক্ষরিত হল |
♦ Export Inspection Council (EIC) এর দ্বারা কেন্দ্রীয় বাণিজ্য, শিল্প ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রী ‘Suresh Prabhu’ নতুন দিল্লিতে চালু করেন রপ্তানি সহজতর করার জন্য এক ডিজিটাল উদ্যোগ |
♦ অস্ট্রেলিয়ার ‘Gold Coast’ শহরে শুরু হচ্ছে ২১তম কমনওয়েলথ গেমস যেখানে 70 টি দেশ অংশ নিতে চলেছে |
Current Affairs 4th April 2018
♦ 500 কোটি টাকা ঋণ সহায়তার জন্য ‘JICA’ ভারত সরকারের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে |
♦ NTPC চালু করেছে উত্তর প্রদেশের এলাহাবাদে 1,3২0 মেগাওয়াট বড় প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট |
♦ 38 বিলিয়ন ডলারের মালিক রিলায়েন্স চেয়ারম্যান মুকেশ আম্বানি ,এশিয়ার তৃতীয় ধনী ব্যক্তি এবং ‘Bloomberg’ বিলিয়নিয়ার সূচকের 19 তম স্থানে |
Current Affairs 3rd April 2018
♦ মার্কিন কূটনীতিক রোজোমারি ডি কার্লো জাতিসংঘের রাজনৈতিক বিষয়গুলোতে প্রথম নারী হিসেবে নিযুক্ত হয়েছেন |
♦ ডোনাল্ড ট্রাম্প DACA প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করলেন – ২ রা এপ্রিল ২০১৮ তারিখে |
♦ কণ্ঠশিল্পী এবং পরিচালক শ্রীকুমারান থাম্পি জে.সি. ড্যানিয়েল পুরস্কারের জন্য মনোনীত হলেন যা কেরালা সরকারের সর্বোচ্চ সম্মান মালায়ালম সিনেমাতে আজীবন অবদানের জন্য |
Current Affairs 2nd April 2018
♦ তেলঙ্গানার ক্রীড়া সাংবাদিক অ্যাসোসিয়েশনের বার্ষিক পুরষ্কারে ‘Mithali Raj’কে ২০১৭ সালের সেরা খেলোয়াড়’ হিসেবে মনোনীত করা হয়েছে |
♦ ‘Ajit Singh’কে BCCIএর দুর্নীতি দমন ইউনিটের (ACU) প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে |
♦ ‘M.L Srivastava’কে ললিতকলা শিক্ষায়তনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে |
Current Affairs 1st April 2018
♦ ‘Google’ তার URL Shortener সার্ভিস goo.gl বন্ধ করতে চলেছে, যা 2009 সালে উন্মোচন হয়েছিল |
♦ অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি(CCEA) পুষ্টিকর ভিত্তিক সাবসিডি(NBS) এবং ‘City Compost Scheme’ এর ধারাবাহিকতা অনুমোদন করল |
♦ হিমাচল প্রদেশের কারিগরি শিক্ষা আধুনিকায়নে সহায়তা করার জন্য ADB ব্যাঙ্কের সাথে 80 কোটি ডলারের ঋণ চুক্তি স্বাক্ষর করেছে কেন্দ্রীয় সরকার |