current-affairs-august-2018
current-affairs-august-2018

Current Affairs 31st August 2018

♦ মুম্বাই বিমানবন্দরটির নাম পরিবর্তন করে ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর রাখা হলো ।
♦ একটি সাম্প্রতিক আদমশুমারির প্রকাশিত তথ্য অনুযায়ী নীলগিরি তহর, মুকুর্থী ন্যাশনাল পার্কের একটি বিপন্ন পাহাড়ী ছাগলের সংখ্যা গত দুই বছরে ৪৮০ থেকে ৫৬৮ হয়েছে ।
♦ চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে (এপ্রিল-জুন) দেশে বৃদ্ধির হার ছিল ৮.২ শতাংশ ।
♦ এশিয়ান গেমসের মেয়েদের হকির ফাইনালে জাপানের কাছে ১-২ গোলে হেরে রুপো জিতল ভারত।
♦ চীন থেকে ছাড়া উচ্চগতির জলস্রোতকে অরুণাচল প্রদেশ ভয় পাচ্ছে |

Current Affairs 30th August 2018

♦ ভারতীয় রেলওয়ে, নৌপরিবহন মন্ত্রণালয় ৯ হাজার কোটি টাকার ইন্দোর-মনমাদ রেল প্রকল্পের চুক্তি স্বাক্ষর করলো ।
♦ ডলারের সাপেক্ষে টাকার দাম রেকর্ড নিচে নামল। এদিন প্রতি ডলারে তা গিয়ে দাঁড়ালো ৭০.৭৪ টাকায় ।
♦ ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মাদ্রিচ উয়েফার বর্ষসেরা ফুটবলারের খেতাব জিতলেন ।
♦ জাকার্তা এশিয়ান গেমসে এদিন দু্টি সোনার পদক জিতলেন ভারতের অ্যাথলিটরা।

Current Affairs 29th August 2018

♦ মধ্য প্রদেশের বনবিভাগ রাজ্যের সাগর জেলাতে অবস্থিত নাউরাদেহি ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারিতে চিতা বাঘের পুনর্নির্মাণের পরিকল্পনার পুনরুজ্জীবনের জন্য ন্যাশনাল টাইগার কনসারভেশন অথরিটি (NTCA) কে লিখিতভাবে জানালো ।
♦ শক্তি দক্ষতা পরিষেবা লিমিটেড (EESL), কেন্দ্র এবং বিশ্বব্যাংক একটি $ ২২০ মিলিয়ন ঋণ চুক্তি এবং একটি $ ৮০ মিলিয়ন গ্যারান্টি চুক্তি স্বাক্ষরিত করলো ।
♦ মালদ্বীপের কর্তৃপক্ষ জানালো, মালদ্বীপে ভারতীয় হেলিকপ্টারের বিষয়ে কোনও আন্দোলন চলছে না এবং রাষ্ট্রপতি আবদুল্লাহ ইয়ামিন সরকার ভারতের প্রতিভাধর হেলিকপ্টার এবং তাদের ক্রুদের থাকার অনুমতি দেয়নি ।
♦ এশিয়ান গেমসের হেপ্টাথেলনে সোনা জিতলেন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির বাসিন্দা স্বপ্না বর্মণ ।
♦ রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে রাষ্ট্রসঙ্ঘের রিপোর্ট মায়ানমার সরকার মানবে না বলে জানিয়ে দিলো ।

Current Affairs 28th August 2018

♦ ভারতে সরকার ১ লা ডিসেম্বর থেকে বাণিজ্যিকভাবে ড্রোন উড়ানের অনুমোদন দিল ।
♦ রিলায়েন্স কমিউনিকেশনস লিমিটেড (আর কম), অনিল আম্বানির সংস্থা, তার ফাইবার এবং সংশ্লিষ্ট অবকাঠামো তৈরির ব্যবসা মুকেশ আম্বানির রিলায়েন্স জিও ইনফোকম (আরজিও) কে ৩০০০ কোটি টাকার বিনিময়ে বিক্রি করে দিলো ।
♦ ইংল্যান্ডের জেমি ভার্ডি ও গ্যারি ক্যাহিল আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ।
♦ ১৮তম এশিয়ান গেমসের দশম দিনে ভারতের হয়ে ইতিহাস গড়লেন মনজিৎ সিং ।
♦ দক্ষিণবঙ্গে মৃদু ভূ-কম্পন অনুভূত হল। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫। কম্পনের উৎসস্থল হুগলির গোঘাটের নবাসন গ্রাম ।

Current Affairs 26th August 2018

♦ নাসা(NASA) দুইটি ভার্চুয়াল রিয়েলিটি অ্যাপস চালু করলো যা মহাকাশ যাত্রীদের মহাকাশে সেলফি নিতে সাহায্য করবে ।
♦ তামিলনাড়ুর নীলগিরি জেলায় ৩৯টি রিসর্ট বন্ধ করে দিল প্রশাসন ।
♦ প্রাক্তন ক্রিকেটার গোপাল বসু (৭১) প্রয়াত হলেন ।
♦ পাক তদন্তকারী সংস্থা এফআইএ পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি ও তাঁর বোন ফারিয়াল তালপারেকে সমন পাঠাল ।
♦ ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠীর প্রধান আবু সাদ এরহাবি আফগানিস্তানে নিহত হলেন।

Current Affairs 25th August 2018

♦ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন মহাত্মা গান্ধির জন্মদিবসে কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মহাত্মার ভজন গাওয়ার নির্দেশ দিল ।
♦ “তেজিন্দর পাল সিংতুর” অষ্টাদশ এশিয়ান গেমসে অ্যাথলেটিক্সে ভারতকে প্রথম পদক এনে দিলেন।
♦ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ব্যয় সঙ্কোচের উদ্দেশে একগুচ্ছ সিদ্ধান্ত ঘোষণা করলেন।

Current Affairs 24th August 2018

♦ ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে ২০১৮ সালের জুন মাস পর্যন্ত দেশে প্রভিডেন্ট ফান্ডে ১ কোটি ৭ লক্ষ নতুন নাম নথিভুক্ত হয়েছে।
♦ ভারতের প্রতিযোগীরা একই দিনে এশিয়ান গেমসে দুটি সোনার পদক জিতলেন।
♦ মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানালেন, মার্কিন বিদেশ সচিব মাইক পম্পোয়ার নির্ধারিত উত্তর কোরিয়া সফর বাতিল করা হচ্ছে।
♦ দিল্লি হাইকোর্ট যাবজ্জীবন কারাদণ্ড দিল ১২ জনকে হরিয়ানার মির্চপুর দলিত হত্যাকাণ্ডে।

Current Affairs 23rd August 2018

♦ ব্রাজিল ফুটবল সংস্থার প্রাক্তন প্রধান জোস মারিয়াকে ঘুষ কেলেঙ্কারির জেরে ৪ বছরের কারাদণ্ড দিল মার্কিন যুক্তরাষ্ট্রের আদালত ।
♦ ঝুলন গোস্বামী T-২০ ক্রিকেট থেকে অবসর নিলেন। দেশের হয়ে ৬৮টি টি ২০ ম্যাচে তাঁর সংগ্রহ ৫৬টি উইকেট।
♦ অস্ট্রেলীয় সংসদের অধিবেশন ছয় সপ্তাহে জন্য স্থগিত হয়ে গেল ।
♦ তামিলনাড়ু সরকার আচমকা বিপুল জল ছাড়ার ফলেই কেরলায় এত ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে বলে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে অভিযোগ করল কেরালা সরকার ।

Current Affairs 22nd August 2018

♦ ভেনেজুয়েলা তাদের মুদ্রার ৯৬ শতাংশ অবমূল্যায়ন ঘটাল।
♦ ভারতের রাহি স্বর্ণবৎ এশিয়ান গেমসে সোনার পদক জিতলেন ।
♦ চিনের লেখক লিউ ইয়ং বিয়ারো (৫৩) এবং তাঁর সহকারী ওয়াং মৌসিংকে মৃত্যুদণ্ড দিল চিনের একটি আদালত ।
♦ সরকারি দুই সংবাদ মাধ্যম পাকিস্তান টিভি এবং রেডিও পাকিস্তানকে সম্পাদকীয় স্বাধীনতা দিল ইমরান খান সরকার ।
♦ ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে এক সপ্তাহ ধরে আন্তর্জাতিক আদালতে কুলভূষণ যাদব মামলার শুনানি হবে বলে জানা গেল ।

Current Affairs 21st August 2018

♦ রাজ্যের অর্থমন্ত্রী ‘অমিত মিত্র’ জানালেন ছোট ও মাঝারি শিল্পের জন্য পশ্চিমবঙ্গে নতুন ৩০টি শিল্পতালুক গড়া হবে ।
♦ ভারতের দাবাড়ু “বিশ্বনাথন আনন্দ” মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট লুইসে সিঙ্কফিল্ড কাপে পরপর ৩টি রাউন্ডে ড্র করলেন ।
♦ ভারতীয় “সৌরভ চৌধুরি” দেশের কনিষ্ঠতম শ্যুটার হিসাবে এশিয়ান গেমসে সোনা জিতলেন ।
♦ নিজ দেশে মানবীবিদ্যার পাঠক্রম বন্ধ করল হাঙ্গেরি সরকার ।
♦ ৪ দিনের ভারত সফরে এলেন চিনের প্রতিরক্ষামন্ত্রী তথা স্টেট কাউন্সিলর “ওয়েই ফেংঘে” ।

Current Affairs 20th August 2018

♦ প্রয়াত হলেন মুম্বইয়ের অভিনেত্রী সুজাতা কুমার |
♦ অবশেষে ত্রাণ প্রকল্প থেকে বেরিয়ে এল গ্রিস।
♦ বিনেশ ফোগাট প্রথম ভারতীয় মহিলা হিসাবে কুস্তিতে এশিয়ান গেমসে সোনা জিতে ইতিহাস গড়লেন ।
♦ তালিবান জঙ্গিরা আফগানিস্তানের খান আবাদ জেলা থেকে ৩টি বাস অপহরণ করল ।

Current Affairs 19th August 2018

♦ এটিএম(ATM)-এ টাকা ভরার জন্য নিরাপত্তা সংক্রান্ত একগুচ্ছ নির্দেশিকা জারি করল কেন্দ্র।
♦ চান্ডিলা-রবি কুমার জুটি জাকার্তা এশিয়ান গেমসে ভারতকে প্রথম পদকটি এনে দিলেন ।
♦ লন্ডন পুলিশ গ্রেপ্তার করল দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সঙ্গী তথা কুখ্যাত অপরাধী জাবির সিদ্দিকি ওরফে জাবির মোতিকে ।
♦ পশ্চিমবঙ্গ সরকার ১০ কোটি টাকা সাহায্যের আশ্বাস দিল কেরালার বন্যায় এই বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হল ৩৭০।

Current Affairs 18th August 2018

♦ আধার কর্তৃপক্ষ আজ এক নির্দেশিকায় জানালো আগামী ১৫ সেপ্টেম্বর থেকে টেলি সংস্থাগুলি নতুন যতগুলি সিম চালু করবে, তার ১০ শতাংশ গ্রাহকের মুখের ছবি যাচাই করতে হবে |
♦ ২০১৮ সালের ইউসিআই জুনিয়র ট্র্যাক সাইক্লিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের এসো আলবেেন রৌপ্য পদক জিতেছেন ।
♦ অনূর্ধ্ব ১৬ সাফ কাপ চ্যাম্পিয়ন হল ভারত। ফাইনালে সুনীতা মুন্ডার গোলে তারা ১-০ ব্যবধানে বাংলাদেশকে হারাল ।
♦ জাকার্তা এশিয়ান গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন হল ।

Current Affairs 17th August 2018

♦ ইন্দো-ইসরায়েল ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বারাক ৮ ইসরায়েল নৌবাহিনী দ্বারা সংগ্রহ করা হবে |
♦ ফোন পে আইআরসিটিসির রেল কানেক্ট এপ্লিকেশন এর সাথে যৌথভাবে পেমেন্ট গেটওয়ে তৈরি করলো যাতে রেল যাত্রীদের পেমেন্ট এর সুবিধা হয় ।
♦ এশিয়ার বৃহত্তম পাম্প স্টোরেজ জলবিদ্যুৎ প্রকল্প গড়তে চলেছে ডিভিসি ।
♦ প্রাক্তন পাকিস্তান ক্রিকেটার নাসির জামশেদকে সব ধরনের ক্রিকেট থেকে ১০ বছরের জন্য নির্বাসিত করা হল।
♦ নয়াদিল্লির রাজঘাটে রাষ্ট্রীয় স্মৃতিস্থলে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর শেষকৃত্য সম্পন্ন হল ।

Current Affairs 16th August 2018

♦ মুম্বাইয়ের রাজমতো জিজামায়া উদ্যানে ভারতের প্রথম পেঙ্গুইন শাবকের জন্ম হলো ।
♦ স্টার্লিং বায়োটেক সংস্থার কর্ণধার নীতীন সন্দেসারাকে দুবাইয়ে গ্রেপ্তার করা হল।
♦ আসন্ন এশিয়ান গেমসের বয়স্কতম খেলোয়াড় ৮১ বছরের লি হৃং ফোং।
♦ ট্যুইটার যদি সরকারের কথা শুনে আপত্তিকর বিষয়বস্তুর পোস্ট না আটকায় তাহলে তাদের নিষিদ্ধ করা হবে বলে সতর্ক করে দিল পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি।
♦ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২২ সালের মধ্যে মহাকাশে মনুষ্য মহাকাশযান “গগনযান” পাঠানোর কথা ঘোষণা করলেন |

Current Affairs 15th August 2018

♦ কেরালায় বন্যা পরিস্থিতির অবনতি হল |
♦ সারা দেশ জুড়ে পালিত হল ৭২তম স্বাধীনতা দিবস ।
♦ কর্ণাটক সরকার ১৫ ই আগস্ট গ্রিন মাইসোর প্রকল্প চালু করলো ।
♦ জুলাই মাসে দেশের বাণিজ্য ঘাটতি গত ৫ বছরে সবথেকে বেশি অঙ্কে পৌঁছল।
♦ স্কটল্যান্ড ইয়ার্ড লন্ডনে ভারতীয় হাইকমিশনার ওয়াই কে সিনহার হাতে প্রায় নশো বছরের পুরনো একটি বুদ্ধমূর্তি তুলে দিল ।

Current Affairs 14th August 2018

♦ প্রধানমন্ত্রী মোদি আইআইটি বোম্বেের জন্য ১ কোটি টাকা আর্থিক সহায়তা ঘোষণা করলেন |
♦ মার্কিন যুক্তরাষ্ট্র তুরস্কের পণ্যে শুল্ক বৃদ্ধি করায় সেখানকার মুদ্রা লিরার বিনিময় মূল্য কমে গেল ।
♦ ২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে রয়েছেন বিরাট কোহলি ।
♦ মানবিকতার খাতিরে পাকিস্তান ২৯ জন ভারতীয় বন্দিকে মুক্তি দিল ।
♦ তামিলনাড়ুর তাভাঞ্জোরে বেড়াতে এসে এক ফরাসি পর্যটক এম পিয়ের বুতিয়ে (৫০) খুন হলেন |
♦ ইতালিতে একটি সেতু ভেঙে কমপক্ষে ৩০ জনের মৃত্যু হল।
♦ মহাসমারোহে প্রতিই ব্লকে অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হলো পঞ্চম কন্যাশ্রী দিবস ।

Current Affairs 13th August 2018

♦ বাজাজ(BAJAJ) ইলেকট্রিক্যালসের ম্যানেজিং ডিরেক্টর অনন্ত বাজাজ ৪১ বছর বয়সে পরলোক গমন করলেন |
♦ এবার বিজ্ঞাপন শুরু করলেন সুপার মডেল শুডু , যাঁর বাস্তবিক কোনো অস্তিত্ব নেই।
♦ ট্রাম্প প্রশাসন মার্কিন সেনা প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে পাকিস্তানের সেনাদের প্রশিক্ষণের সুযোগ বন্ধ করে দিল ।

Current Affairs 12th August 2018

♦ সেলিব্রিটিদের সাথে যাতে সরাসরি কথা বলা যায় সেজন্য গুগল Video Q এবং A App Cameos চালু করলো |
♦ চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে (এপ্রিল-জুন) ভারতের স্টেট ব্যাঙ্কের লোকসান হয়েছে ৪৮৭৬ কোটি টাকা।
♦ এশিয়ান গেমসে ৮০৪ সদস্যের ভারতীয় দলের ৭৫৫ জনের খরচ দেবে কেন্দ্র।
♦ অজয় জয়রাম, ঋতুপর্ণা দাস এবং মিঠুন মঞ্জুনাথ ভিয়েতনাম ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন |
♦ বৈধ ইনার লাইন পারমিট না থাকার দরুন অরুণাচল প্রদেশে বসবাসকারী ২০৯৮ জনকে সে-রাজ্য থেকে বহিষ্কার করা হল |

Current Affairs 11th August 2018

♦ আরএসএসের চিন্তাবিদ এস গুরুমূর্তি, সতীশ মারাঠি ভারতীয় রিজার্ভ ব্যাংকের বোর্ডের পরিচালক নিযুক্ত হলেন |
♦ খাংছেঁদজোঙা সারা বিশ্বের বায়ো-স্ফিয়ার রিসার্ভ এর তালিকায় ১১ তম স্থান পেলো ।
♦ সিকিমে পথ দুর্ঘটনায় ৪ জন ফুটবলারের মৃত্যু হল ।
♦ ভারত লর্ডস টেস্টে প্রথম ইনিংসে মাত্র ১০৭ রানে অল-আউট হয়ে গেলো ।
♦ আফগানিস্তানের গজনিতে সেনাবাহিনীর একটি ছাউনিতে তালিবান জঙ্গিরা হামলা চালালো ।

Current Affairs 10th August 2018

♦ মিড ডে মিল, রেশন প্রভৃতি সামাজিক প্রকল্পগুলির জন্য কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে পাইকারি মূল্যের তুলনায় প্রতি কেজিতে ১৫ টাকা কম দামে ডাল বিক্রি করবে বলে জানাল।
♦ প্রচলিত জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে অজৈব জ্বালানির গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরি করতে ১০ ই আগস্ট বিশ্ব জৈবজ্বালানি দিবস পালন করা হলো ।
♦ থাইল্যান্ড সরকার থাইল্যান্ডের গুহায় আটকে থাকা ১১ জন কিশোর ফুটবলার ও তাঁদের কোচকে নাগরিকত্ব দিল |
♦ একসাথে ২৩ টি বাঁধ থেকে জল ছাড়ায় বন্যা, ভূমিধসে কেরলে ২৬ জনের মৃত্যু হল |
♦ কেন্দ্রীয় সরকার অনুমোদন করলো যে, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা (পিএমজিএসওয়াই) ১২ তম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদকালেরও পরেও চালু থাকবে |

Current Affairs 9th August 2018

♦ শেয়ার সূচক সেনসেক্স ৩৭৮৮৭.৫৬ অঙ্ক এবং নিফটি ১১৪৫০ অঙ্কে পৌঁছে উচ্চতায় পৌঁছে নতুন নজির গড়ল |
♦ ভারতীয় প্রত্নতাত্ত্বিক বিভাগ (এএসআই) তাজমহল দর্শনের প্রবেশমূল্য বিদেশী পর্যটকদের জন্য ১০০০ টাকা থেকে বাড়িয়ে ১১০০ এবং স্বদেশী পর্যটকদের জন্য ৪০ টাকা থেকে বাড়িয়ে ৫০ টাকা করলো ।
♦ লর্ডসে সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত। লর্ডসে এটি হবে ভারতের ১৭তম টেস্ট।
♦ বাংলাদেশ সরকার ঢাকার ঐতিহাসিক রোজ গার্ডেন প্রাসাদ অধিগ্রহণের সিদ্ধান্ত জানাল ।
♦ জাপানের বিখ্যাত টোকিও মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষায় শুধুমাত্র পুরুষ প্রার্থীদের বেশি নম্বর দেওয়া হয় ।

Current Affairs 8th August 2018

♦ পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ডের সীমান্ত জামবনিতে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের ধাক্কায় ৩টি পূর্ণবয়স্ক হাতির মৃত্যু হল |
♦ নোট বাতিলের পর থেকে গত ৩০ জুন পর্যন্ত ১৩.৮৭ কোটি টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে বলে কেন্দ্র জানাল ।
♦ গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে সোনাজয়ী ভারোত্তলক মীরাবাই চানু চোটের কারণে আসন্ন এশিয়ান গেমস থেকে নাম প্রত্যাহার করে নিলেন ।
♦ সদ্য সমাপ্ত বিশ্বকাপ ফুটবলের সবথেকে বয়স্ক খেলোয়াড় মিশরের ইসাম এল হাডারি (৪৫) ফুটবল থেকে অবসর নিলেন ।
♦ সৌদি আরব কানাডার সঙ্গে যাবতীয় বাণিজ্যিক সম্পর্ক বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত জানাল ।

Current Affairs 7th August 2018

♦ ভারতের দ্বিতীয় চন্দ্র মিশন চন্দ্রায়ণ-২ এর উদ্বোধন অক্টোবর থেকে আগামী বছরের জানুয়ারি মাস পর্যন্ত দ্বিতীয়বারের জন্য পিছিয়ে গেলো |
♦ শেয়ার সূচক সেনসেক্স ৩৭৬৯১.৮৯ অঙ্ক ও নিফটি ১১৩৮৭.১০ অঙ্কে পৌঁছে নতুন উচ্চতার নজির গড়ল ।
♦ ভারতের অনূর্ধ্ব ২০ ফুটবল দল ইতিহাস গড়ল ।
♦ ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেন, ৯/১১ হামলার অন্যতম বিমান ছিনতাইকারী মহম্মদ আটার মেয়েকে বিয়ে করেছেন ।
♦ ছত্তিশগড়ের বস্তার এলাকার সুকমায় মাওবাদীদের সঙ্গে যৌথ বাহিনীর সংঘর্ষে ১৫ জন মাওবাদীর মৃত্যু হল ।
♦ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আর কে ধবন (৭৪) প্রয়াত হলেন |

Current Affairs 6th August 2018

♦ এএইচ বিশ্বনাথ কর্ণাটকের জেডি (এস) পার্টির, রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হলেন |
♦ কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রক এদিন জানাল আগামী ২১ আগস্ট থেকে ভারতীয় ডাক বিভাগ পেমেন্টস ব্যাঙ্ক হিসেবে কাজ শুরু করবে।
♦ ম্যাঞ্চেস্টার সিটি ইংল্যান্ড ফুটবলের কমিউনিটি শিল্ড জিতল ।
♦ ভারতের গগনজিৎ ভুল্লার ফিজি আন্তর্জাতিক গলফ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন ।
♦ ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় ৩৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেলো ।
♦ ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো জঙ্গি হামলা থেকে সামান্যের জন্য রক্ষা পেলেন ।

Current Affairs 5th August 2018

♦ ভারতে পিএনবি দুর্নীতিতে অভিযুক্ত নীরব মোদীর প্রত্যপর্ণ দাবি করে ব্রিটেনকে চিঠি পাঠানো হয়েছে।
♦ পুরুষের ওডিআই ক্রিকেটে ১৫ বছর ৩৩৫ দিন বয়সী নেপালের ক্রিকেটার রোহিত কুমার পাউডেল এর চতুর্থ সর্বকনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে অভিষেক হলো ।
♦ পি ভি সিন্ধু চিনের নানজিঙে আয়োজিত বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলেন ।
♦ এশিয়া মহাদেশ থেকে ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়া মার্কিন যুক্তরাষ্ট্রর ‘স্ট্র্যাটেজিক ট্রেড অথরাইজেশন-১’ তালিকায় ঠাঁই পেল।
♦ সুপ্রিম কোর্টের বিচারপতি নিযুক্ত হলেন বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় |

Current Affairs 4th August 2018

♦ জাতীয় সড়ক কর্তৃপক্ষ (এনএইচএআই) ১০ বছরের জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) থেকে ২৫,০০০ কোটি টাকার অরক্ষিত ঋণ নিচ্ছে |
♦ বিচারপতি কে এম জোসেফকে সুপ্রিম কোর্টের বিচারপতি পদে নিয়োগের জন্য কলেজিয়ামের সুপারিশ কেন্দ্র মেনে নিল ।
♦ জিম্বাবোয়ের রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হলেন এমারসন মুনাগাগোয়াই।
♦ প্রয়াত সন্ত্রাসবাদী নেতা ওসামা বিন লাদেনের মা আলিয়া ঘানেম সৌদি আরবের জেড্ডায় লন্ডনের এক সাংবাদিককে সাক্ষাৎকার দেওয়ার সময় জানালেন বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি নিয়ে পড়ার সময়েই কিছু লোক ওসামার মগজধোলাই করেছিল ।
♦ লন্ডনে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে মহিলাদের সিঙ্গলসে কোয়ার্টার ফাইনালে পি ভি সিন্ধু ২১-১৯, ২১-১৭ স্ট্রেট গেমে হারিয়ে দিলেন গতবারের চ্যাম্পিয়ন নজোমি ওকুহারাকে।
♦ ম্যাঙ্গালোর শোধনাগার এবং পেট্রোকেমিক্যালস লিমিটেড (এমআরপিএল) তার প্রাঙ্গনে তিনটি জল সংরক্ষিত জলাধারের মাধ্যমে জলে ভাসমান সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে চলেছে |

Current Affairs 3rd August 2018

♦ কর্ণাটক রাজ্যের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ের জন্য যোগব্যায়াম বাধ্যতামূলক করা হলো |
♦ বিশ্বের প্রথম সংস্থা হিসাবে এক লক্ষ কোটি ডলার ছুঁয়ে ফেলার কৃতিত্ব অর্জন করল অ্যাপেল।
♦ চিনের নানজিং-এ বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন পি ভি সিন্ধু, সাইনা নেহাওয়াল, অশ্বিনী পোনাপ্পা, সাত্বিক সাইরাজ রানকিরেড্ডি।
♦ বস্ত্র ও বিদ্যুৎ মন্ত্রণালয় সাথী প্রকল্পের উদ্বোধন করলো |
♦ রাজ্যসভার প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করলেন জেডিইউ সাংসদ কহকাশন পরভিন। যিনি প্রথমবারের জন্য সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন |

Current Affairs 2nd August 2018

♦ কোম্পানি হিসেবে পরিছন্নতার উদাহরনস্বরূপ তেল ও প্রাকৃতিক গ্যাস কর্পোরেশন (ওএনজিসি) Swachhta Pakwada Award পেলো, যা তেল মন্ত্রণালয় এর উদ্যোগে দেওয়া হলো |
♦ রেপো রেট অর্থাৎ বাণিজ্যিক ব্যাঙ্কগুলি ভারতের রিজার্ভ ব্যাঙ্ক থেকে যে সুদে ঋণ নেয় তা ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৬.৫ শতাংশ করা হল।
♦ টাটা মোটরস ভারতীয় কুস্তি দলের প্রধান স্পনসর হলো |
♦ ডেনমার্কে বোরখা সহ যে-কোনো ধরনের মুখঢাকা পোশাক নিষিদ্ধ হল |
♦ ছাত্রদের বিক্ষোভ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে ১ আগাস্ট বাংলাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিল বাংলাদেশ সরকার।
♦ পাকিস্তানে ইমরান খানের প্রধানমন্ত্রী হিসাবে শপথগ্রহণ অনুষ্ঠানের অতিথি হওয়ার জন্য ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকার, কপিল দেব, নভজ্যোৎ সিং সিধু এবং অভিনেতা আমির খানকে আমন্ত্রণ জানানো হল ।

Current Affairs 1st August 2018

♦ ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম এক লপ্তে অনেকটাই বাড়ল ।
♦ মহিলাদের হকি বিশ্বকাপের প্লে-অফে ভারত ৩-০ গোলে ইতালিকে হারাল।
♦ নতুন করে পরমাণু চুক্তি স্বাক্ষরিত হলে ইরানের সঙ্গে বৈঠকে বসতে রাজি মার্কিন যুক্তরাষ্ট্র।